ঠাকুরগাঁওয়ে প্রস্তুতিমূলক পরিবেশবান্ধব ইটভাটা পরিদর্শনে গেছেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নুর আলম।
শনিবার সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত আধুনিক এম.এ বিক্স-৩ ইটভাটি পরিদর্শনে যান তিনি। এসময় ভাটার প্রোপাইটর আরিফুল ইসলাম জুয়েলসহ অন্যান্যা উপস্থিত ছিলেন।
এসময় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্টের এই আধুনিক ভাটার বিভিন্ন দিকে ঘুড়ে দেখেন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালকসহ তার টিম।
জানা যায়, কার্বন পিউরিফিকেশন প্লান্টের এই আধুনিক ভাটাটির চিমনিটি মূলত আটটি চেম্বারে কাজ করে। যেখানে আন্ডার গ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানের মাধ্যমে কার্বনমিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করে। এতে কালো ধোয়ার বদলে সাদা ও শিতল বাষ্প আকারে মিসছে বায়ুমণ্ডলে। ফলে কমছে পরিবেশ দূষণ।
পরিবেশ রক্ষা করতে এই ভাটাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নুর আলম।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)