ভারতের আসাম রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৮টি হাতির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে হোজাই জেলায় এ দুর্ঘটনা ঘটে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং বিভাগের অধীনে হোজাই এলাকার যমুনামুখ-কামপুর রেলপথে সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস একটি হাতির পালের সঙ্গে ধাক্কা খায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটটি হাতির মৃত্যু হয় এবং একটি হাতি গুরুতর আহত হয়। এ সময় দ্রুতগতির ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে স্বস্তির খবর হলো, এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।
সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশে যাচ্ছিল।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোররাতে হঠাৎ করে একটি হাতির পাল লাইনের ওপর উঠে এলে লোকো পাইলট জরুরি ব্রেক চাপেন। কিন্তু তা সত্ত্বেও ট্রেনটির সঙ্গে হাতির পালের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার ও লুমডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের অন্য কোচের খালি বার্থে সাময়িকভাবে স্থানান্তর করা হয়। পরে সাময়িক বিরতির পর সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি গুয়াহাটির উদ্দেশে যাত্রা শুরু করে।
রেল কর্তৃপক্ষ জানায়, গুয়াহাটি পৌঁছানোর পর যাত্রীদের সুবিধার্থে ট্রেনটিতে অতিরিক্ত কামরা সংযুক্ত করা হবে এবং এরপর সেটি নির্ধারিত গন্তব্যের পথে রওনা দেবে। এদিকে দুর্ঘটনার পরপরই বন বিভাগ উদ্ধার ও পুনরুদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার ফলে যমুনামুখ-কামপুর অংশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আসামের নগাঁও বিভাগের বন কর্মকর্তা সুভাষ কদম জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্ধারিত কয়েকটি ট্রেনকে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)