
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গত ১৮ ও ১৯ ডিসেম্বর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মোতায়েন কার্যক্রম পরিচালনা করে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে রাজশাহী মহানগরীতে বিক্ষুব্ধ ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবি মোতায়েনের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের সীমান্ত অতিক্রম রোধে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)