আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়। বছর ঘুরে এ দিনটি উদযাপনে দেশের মানুষের সঙ্গে আত্মিকভাবে যোগ দেন বিনোদন জগতের তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফিন শুভ, শবনম বুবলী, জিয়াউল ফারুখ অপূর্ব, তাদের অনুভূতি প্রকাশ করে সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।
অভিনেতা আরিফিন শুভ আজ সকালে তার সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে শুভ গায়ে লাল সবুজ পতাকা জড়িয়ে নিয়েছেন।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ।
শবনম বুবলী বিজয়ের আনন্দে মেতেছেন একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে। মা-ছেলে নিজেদের জড়িয়েছেন লাল পোশাকে। সেইসঙ্গে তিনি লিখেছেন, মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)