আমির হামজা, রাউজান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। (২০-ডিসেম্বর) বুধবার ১টার দিকে উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর পড়ুয়া পাড়া গ্রামে গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেই গুচ্ছ গ্রামের মো: বোরহানের দুই বছর বয়সী ছেলে রায়হান।
জানা যায়, শিশু রাইহানের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখন সেই বাহিরে খেলাধূলা খেলছিল। পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি পর গুচ্ছ গ্রামের পাশে থাকা পুকুরে শিশু রাইহানকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহিলা ইউপি সদস্য এনি বড়ুয়া, তিনি জানান দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। ভাসমান অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করেন এলাকার লোকজন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন বলে জানতে পারি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)