নিজস্বব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন আয়োজনে দুই দিন ব্যাপি সিরাজগঞ্জ ফোক ফেস্টের উদ্ধোবনী দিনের অনুষ্ঠানে দর্শকের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। ফোক ফেস্ট উদ্ধোধন হয় সন্ধ্যা সারে ৭ টায় কিন্ত ৬টা থেকেই দর্শকে ভড়ে যায় বাজারষ্টেশন বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ পাতা মুক্ত মঞ্চ। গান গেয়ে দুই দিন ব্যাপি ফোক ফেস্টের শুভ উদ্ধোধন করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি রীবন্দ্র সঙ্গীত শিল্পী ড.জান্নাত আরা হেনরী। নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌরের সভাপতিত্বে এবং ইবনে আল রামিজের সঞ্চালনয়ায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক হাজী আব্দুস সাত্তার,সিরাজগঞ্জ কালচারাল একাডেমির সভাপতি তরিকুল ইসলাম তারা,নাট্য নিকেতনের উপদেষ্টা হীরক গুণ। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সভাপতি হাফিজুর রহমান সমাদ,জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক নুরে আলম হীরা,উদীচীর সাবেক সভাপতি প্রকৌশলী কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম লিমন,সহ সভাপতি মঞ্জুর এলাহী তপু,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম,সাংগঠনিক সম্পাদক সুমন রহমান,দপ্তর প্রকাশনা সম্পাদক কানিজ রেহেনা মুন্নি,দপ্তর সম্পাদক আবির পাল,লালন একাডেমির সভাপতি নুরুল হুদা,সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সঞ্জীব সরকার। দুই দিন ব্যাপি ফোক ফেস্টের প্রথম দিনে গান পরিবেশন করে সিরাজগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী,সিরাজগঞ্জ কালচারাল একাডেমি,সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠান উদ্ধোধন করে প্রধান অতিথি ড.জান্নাত আরা হেনরী বলেন বাংলা ঐতিহ্য বিলুপ্ত লোকসঙ্গীত শহরের পরিবেশে আয়োজনের জন্য নাট্য নিকেতন কে ধন্যবাদ জানাই সেই সাথে প্রতিবছর যেন এমন আয়োজন করা হয় সেজন্য আমার পক্ষ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সহযোগীতা করা হবে। সমপানী দিনে সংগীত পরিবেশন করবে সিরাজগঞ্জ লালন সংসদ,সিরাজগঞ্জ লালন একাডেমী এবং স্বপ্নদুয়ার সিরাজগঞ্জ।