আমির হামজা, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি:
ভারতের কাশ্মীরে ভ্রমণে গিয়ে বিস্ফোরণে নিহত রাউজানের দুই সন্তানের অগ্নিদগ্ধ দেহ এক মাস ১২দিন পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১০ নভেম্বর শুক্রবার কাশ্মরীরে ডাল লেকের একটি হাউস বোটে বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে চট্টগ্রামের বাসিন্দা দুই প্রকৌশলী অনিন্দ্য কৌশল (৩৬), ইমন দাশগুপ্ত (৩৪) ও ঠিকাদার মো. মাঈনুদ্দিন (৪০) মৃত্যু হয়। তাদের মধ্যে প্রকৌশলী ইমন দাশগুপ্ত রাউজান পৌর এলাকা দাশ পাড়ার বাসিন্দা, গণপূর্ত চট্টগ্রাম বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন চৌধুরী ছিলেন রাউজান উপজেলার কদলপুর গ্রামের সন্তান।
ঘটনার একদিন পর তাদের লাশ দেশে এনে এতদিন অপেক্ষায় রাখা হয়েছিল ডিএন টেস্টের জন্য। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টেস্টের রির্পোট পাওয়ার পর ওই ঘটনায় দগ্ধদের দেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। গতকাল ২৩ ডিসেম্বর শনিবার বিকালে দুইজনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নিহতদের বাড়িতে পৌছালে স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারি হয়ে উঠে। স্ব স্ব ধর্মীয় নিয়ম মেনে নিহতদের কবরস্থ ও সৎকার করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)