অনলাইন ডেস্ক:
নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা প্রথমবারের মতো ওয়ানডের পর জিতেছে টি-টোয়েন্টিতেও। বোলিংয়ে শরিফুল ইসলাম, মাহেদী হাসানদের পর ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। এমন পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। নাজমুলরা আজ সেই স্বপ্ন পূরণের ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ সময় দুপুর ১২:১০টায়।
এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া খেলতে নামবে বাংলাদেশ। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে শামীম হোসেনকে। তবে কিপিং করবেন রনি তালুকদার।
এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটনকে না পাওয়া সফরকারীদের জন্য বড় ধাক্কা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)