সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নৌ-পুলিশ উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে নিয়ম বহির্ভূতভাবে একদল বালুর ব্যবসা করে আসছিল। হাফিজুল ইসলাম হাফিজও তাদের মধ্যে একজন ছিলেন।
রবিবার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ৪ সহযোগীর সাথে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে সহযোগীরা বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজ মারা গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)