
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত করতে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর খ ও ঘ ধারায় দুইটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ইসলামিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং সেবা ঔষধ ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। অভিযানে সহযোগিতা করেন গাজীপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক প্রশাসন কর্মকর্তা তানজিলা আফরিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, দুই প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)