
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ কেজি গাঁজাসহ এক সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আতাব মিয়া (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার শ্রীঘর পূর্বপাড়ার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আতাব মিয়া একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)