
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ) মধ্যরাতে কোস্ট গার্ড বেইজ ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে সদর থানাধীন গাজিপুর সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে পরিচালিত অভিযানে মো. ইকবাল হোসেন (৬৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)