সিরাজগঞ্জের তাড়াশে অটোরিক্সা ও নসিমের সংঘর্ষ
সিরাজগঞ্জের তাড়াশে অটোরিক্সা ও নসিমের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকার ৮নম্বর ব্রীজের কাছে দুর্ঘনা ঘটে। নিহতের পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামের আমির হোসেনের ছেলে সাইদুর রহমানের (২৭) ছেলের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদু জানান, মহাসড়কের হামকুড়িয়া এলাকায় একটি অটোরিক্সা ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক সাইদুর রহমান ও এক নারী যাত্রী মারা যায়। হতাহতের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নসিমন চালক পালিয়ে গেছে।