
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রলি- মোরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আকাশ চন্দ্র মাহাতো (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি-তাড়াশ আঞ্চলিক সড়কের কদমতলী ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ চন্দ্র মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বুধবার সন্ধ্যায় আকাশ মোটরসাইকেল নিয়ে দোস্তপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)