সময়ের সাথে সাথে শীত বেড়েই চড়েছে যমুনা বৈধিত সিরাজগঞ্জ জেলায়। কোনো আয়োজন ছাড়াই জেলা শহরের রেল স্টেশন, বাজার স্টেশন, বগুড়া বাস স্টান্ড ও ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ।
ঘুরে ঘুরে শীত নিবারণের জন্য কম্বল তুলে দিয়েছেন, জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো: আখতারুজ্জামানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক ঘুরে ঘুরে প্রায় ২৫০ জন ছিন্নমূল, অসহায় ও শ্রমিকদের মাঝে শীত নিবারণের কম্বল তুলে দেন। হুট করে এ উপহার পেয়ে খুশি ছিন্নমূল মানুষ গুলো
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি উপজেলা, পৌর শহর ও গ্রামের অসহায় ও ছিন্নমূল মানুষদের কে আমরা কম্বল বিতরণ করছি। এই শীতের সময়টি মানুষের সাথে ভাগ করে নিতে চাই।