উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে কম বেশি কৃষকরা আলু চাষ করে থাকেন। তবে মোহনপুর ইউনিয়নে আবাদি জমিতে বেশি আলু চাষ করে থাকেন এই ইউনিয়নের কৃষকরা।
বাজারে আলুর দাম বেশি থাকায় যে সকল কৃষকরা আগাম আলু আবাদ করেছেন তারা বেশি দাম পাওয়ার আশায় আলু ফসল তুলতে শুরু করেছেন। বাজারে এ নতুন আলুর দাম বেশি পাওয়ায় খুশি এখানকার আলু চাষিরা। ফড়িয়া ব্যবসায়ীরা সরাসরি মাঠে নেমে কৃষকদের কাছ থেকে আলু কিনছেন। মাঠ থেকে ডিজিটাল মেশিনে আলু ওজন দিয়ে আলু ক্রয় করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকাররা পাঠিয়ে দিচ্ছেন এই আলু।
স্থানীয় সূত্র মতে, এখানকার চাষিরা আগাম বিভিন্ন জাতের আলুর আবাদ করে নিজেদের সচ্ছলতা ফিরেয়ে এনেছেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এখানকার উৎপাদিত আগাম জাতের আলু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষের চাহিদা মেটাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা ফসলি মাঠে কৃষকরা জমি থেকে আলু তুলছেন। আলু তোলা নিয়ে কৃষক-কিষাণীরা ব্যস্ত সময় পার করছেন।
কৃষক জাফর ও বেল্লাল বলেন, এ বছর আলু চাষ ভাল হয়েছে। তারা জানান, বিঘা প্রতি ৪৬ থেকে ৫০ মন আলুর ফলন হয়েছে। খেত থেকে আলু তুলে বস্তায় ভরছেন। পাইকাররা মাঠে থাকা সেই বস্তাভর্তি আলু কিনে নিয়ে পিকআপ ভ্যান বা ট্রাকে ভরে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।