প্রতি বিঘায় ২০-২৫ হাজার টাকা খরচে ৮৫ দিন বয়সে ১৩০-১৪০ মণ আলু পাওয়া সম্ভব বলেন, কৃষিবিদরা। রোগবালাই ও খরচ কম অপরদিকে ফলন ও লাভ বেশী হয় অন্য জাতের আলুর তুলনায় বলেও জানান। উপস্থিত কৃষকদের এ জাতের আলু বেশী বেশী চাষের পরার্মশও দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, এসিআই সীড কোম্পানীর জেনারেল ম্যানেজার এ কে এম শাহিনুর রহমান, বিজনেস ডিরেক্টর শ্রী সুধীর চন্দ্র নাথ, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন-নবী, পোর্ট ফলিও ম্যানেজার গোলাম মোস্তফা সহ জেলা-উপজেলার বীজ ব্যবসায়ী ও এলাকার শতাধিক চাষী।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)