কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ “নাসিম ফাউন্ডেশন “এর উদ্যোগে কাজিপুর উপজেলার কাজিপুর ও চালিতাডাঙ্গা ইউনিয়নে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছ।১৪ জানুয়ারি দুপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের পক্ষে বিতরণ করেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।এর পূর্বে ভারচুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর নবাগত সাংসদ তানভীর শাকিল জয়।
চালিতাডাঙ্গা ইউনিয়নে চরভানুডাঙ্গায় কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুকুল, কাজিপুর ইউনিয়নে বিতরণ কালে উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম ,কাজিপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা আঃলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম কাজল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজা এবং সদস্য শাহাদাত হোসেন সাধু সহ স্হানীয় নেতৃবৃন্দ।পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।