সোমবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা এর অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন (ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদিঘী এলাকা (মাত্রাই টু গোবিন্দগঞ্জগামী পাকা রাস্তা) থেকে মোট ২৪০ (দুইশত চল্লিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী১।আব্দুল গোফ্ফার (৩৮), পিতা-মোঃ কোরবান আলী ফকির, মাতা-গয়না খাতুন, গ্রাম-উত্তর তেলিহার, থানা-কালাই , জেলা-জয়পুরহাট ।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।