রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভাণ্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একদিনের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহ করার লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহের সভাপতিত্বে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি বলেন, প্রথম ডোজ টিকার কার্ডে জন্ম নিবন্ধন নম্বর লেখা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন ব্যতীত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে না। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ ধারা ৮ (১) অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করা তার পিতা-মাতা বা অভিভাবকের জন্য বাধ্যতামূলক।

তিনি আরো বলেন, শিশু জন্মের পরপর টিকা কেন্দ্র অথবা ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে ইনফরমেশন জানালে  জন্ম নিবন্ধন সনদ ঘরে পৌঁছে যাবে। মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বিধান রয়েছে। ক্যাম্পেইনে  শিশুদের অভিভাবকের হাতে স্যাভনল, তোয়ালে ও ১টি করে সাবান প্রদান করা হয়। শিশু জন্মের পর ১ থেকে ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে সার্টিফিকেট ও উক্ত উপহার প্রদান করা হবে।

এ সময় বিশেষ অতিথি স্থানীয় সরকারের সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদ হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় পরিবার পরিকল্পনার এফডব্লিউ কাইয়ুম মাহমুদ, এইচআই আয়শা সিদ্দিকী, এফডব্লিউএয়ের মাঠকর্মীসহ ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. আব্দুল মমিন, মো. তারিকুল ইসলাম, মো. আমির হোসেন, মো. সেলিম রেজা, মো. মোহর আলী,  শাহাদাত হোসেন বাবু, মো. শহিদুল ইসলাম, মো. আবু তাহের ঝন্টু.মোছা. জাহানারা খাতুন, মোছা. আরিফা তালুকদার, মোছা. তুরজাউন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছোনগাছা ইউনিয়ন পরিষদের সচিব মো. এমদাদুল হক। এ সময় ছোনগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জন্ম ও মৃত্যু সনদ গ্রহণকারী নারী-পুরুষ ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir