ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— হাসিনা বেগম (৪৮), হেনা আক্তার (৩০) ও মোসা. রুবি (৩২)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকার একটি পাঁচতলা ভবনে অভিযান চালায়। এ সময় তিন নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে গাঁজার পাশাপাশি মাদক বিক্রির নগদ ৫৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে শরীরে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)