চালের দাম বেড়ে যাওয়ায় ঢাকা মহানগরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে এবং বাজার তদারকি করতে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে টিমগুলো গঠন করা হয়। মঙ্গলবার এ বিষয়ে খাদ্য অধিদপ্তর আদেশ জারি করে।
স্বল্প আয়ের মানুষকে ন্যায্য দরে খাদ্য সহায়তা দিতে ঢাকাসহ সব সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, একটি ভিজিলেন্স টিম প্রতিদিন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পরামর্শে কমপক্ষে চারটি ওএমএস বিক্রয় কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং দুটি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক বরাবর দাখিল করবে। প্রতিটি টিমের সমন্বয়কারীও মাঝে মাঝে ভিজিলেন্স টিমের পরিদর্শনে অংশ নেবেন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।