সিরাজগঞ্জে এই প্রথম ৬মাসব্যাপী ‘নাট্য রচনা কর্মশালা’ শুরু হয়েছে। সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্যাধার-এর আয়োজনে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাইমোহন হলে গতকাল সন্ধ্যা ৬টায় কর্মশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক অধ্যাপক করুণা রানী সাহা।
নাট্যাধার অধিকর্তা মাহমুদুল হাসান লালনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার বীর মুক্তিযোদ্ধা খ ম আখতার হোসেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, নাট্যকার ও গবেষক ড. তানভীর আহমেদ সিডনী।উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক করুণা রানী সাহা বাংলাদেশের নাট্যকলার ইতিহাস, রূপ, রীতি, বিষয়-উপকরণ, নন্দনতত্ত্ব ও প্রায়োগিক বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
কবি ও নাট্যকার খ ম আখতার হোসেন বলেন, সিরাজগঞ্জে নাট্য রচনা বিষয়ে এটিই প্রথম আয়োজন। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য নাট্যাধারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আমাদের সময়ে এ ধরনের আয়োজন থাকলে, আমরা আরো ঋদ্ধ হতাম। নাট্যাধার অধিকর্তা মাহমুদুল হাসান লালন এ কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে জানান, এ কর্মশালার মাধ্যমে প্রাথমিকভাবে ২৫ জন নাট্যকার তৈরি করা হবে।
যাদেরকে দিয়ে দ্বিতীয় ধাপে জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে। কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্মের নতুন নাট্যকার, নির্দেশক, ডিজাইনার, অভিনেতাসহ শতাধিক প্রশিক্ষিত নাট্যকর্মী তৈরি হবে। যা আমাদের সৃজনশীল শিল্প আন্দোলনের গতিকে ত্বরান্বিত করবে।
কর্মশালার সমন্বয়ক কবি আলমগীর নিষাদ জানান, সিরাজগঞ্জের বিভিন্ন পেশা ও বয়সের বাছাই করা ২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রতি সোমবার সন্ধ্যা ৬টায় এ কর্মশালা চলবে। আগামী ১৭ আগস্ট ২০২৪ তারিখে পাণ্ডুলিপি গ্রহণ, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হবে।