বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের কাজিপুরে শহীদ মীর মুগ্ধ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদ্বোধন কুড়িগ্রামে ঘর-বাড়ি, ফসলি জমি রক্ষায় সেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর  চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ: ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের দুর্দান্ত শুরু

ঢাকাতে তামাই ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩৩০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে
তামাই ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক :

“একসাথে আগামী পথে” এই স্লোগান কে সামনে রেখে ঢাকাতে তামাই ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট-২০২৪ ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) উত্তরাস্থ বাংলাদেশ ক্লাবে ব্যাডমিন্টন টূর্ণামেন্টে অংশগ্রহণ করে মোট ১৬ টি দল। এর মধ্যে চূড়ান্ত পর্বের ফাইনালে উত্তীর্ণ হয় ২ টি দল। ব্যাডমিন্টন টূর্ণামেন্টে তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিশাদ মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিজো গ্রুপের পরিচালক, (এইচ আর এন্ড এডমিন) ডেবিট জো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাই ক্লাব লি: এর সাধারণ সম্পাদক, এনামুল কবির রিফাত, প্রধান অতিথি ডেবিট জ্যু টূর্ণামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থের চেক প্রদান করেন। পুরস্কার বিতরণী শেষে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। র্যাফেল ড্র এর আমেজ ও সুন্দর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন খেলোয়াড়, ক্লাবের সদস্য সহ দর্শকরা।

 

সিরাজগঞ্জের তামাই থেকে টূর্ণামেন্ট ও পিকনিকে অংশগ্রহণ করে আলী হাসান ও আজরিন জানান, তামাই ক্লাবের ব্যাডমিন্ট টূর্ণামেন্ট ও পিকনিক আয়োজন আমাদেরকে আনন্দিত করেছে। ভবিষ্যতে তামাই ক্লাব খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সহকারী সচিব, তামাই ক্লাবের সভাপতি রিশাদ মোর্শেদ জানান, তামাই ক্লাব বিভিন্ন সময় তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এই আয়োজন। ভাতৃত্বের বন্ধনে তরুণদের এই মিলনমেলায় যুক্ত করতে পিকনিকের পাশাপাশি র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতে তামাই ক্লাব লি: “তামাই উৎসব” নামে বড় ইভেন্ট আয়োজন করবে।

প্রসঙ্গত, তামাই ক্লাব লিমিটেড ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। খেলার মাধ্যমে তরুণদের উৎসাহ উদ্দীপনার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে তামাই ক্লাব লিমিটেড বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir