সিরাজগঞ্জ প্রতিনিধি:
সাবেক উপ-প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ মতিনের ছেলে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিতের অর্থায়নে এতিম শিক্ষার্থী ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের রমহতগঞ্জ মাদ্রাসা, রায়গঞ্জের রৌহা মাদ্রাসা, পাঙ্গাসী বাজার ও কয়েলগাতী মাদ্রাসায় প্রায় ৫শতাধিক এতিম ছাত্র ও দরিদ্র মানুষের মানুষের মাঝে ডা. এম.এ মুকিত নিজ হাতে এ সকল শীতবস্ত্র বিতরন করেন। এ সময় হাসপাতালের চিকি’সক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিতরনকালে ডা. এম.এ. মুকিত তার মরহুম পিতা ডা. এম. মতিন ও তার মা তাসলিমা মতিনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।