নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে অংশীর আয়োজনে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংশীর উপদেষ্টা কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাক্ষিক কারুকাজ প্রকাশনীর প্রকাশক আমিরুল ইসলাম মুকুল, অংশীর সভাপতি শ্যামলী খান, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপাত সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক লোকমান হোসেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, নাসিমা খান, আল্পনা ভৌমিক ও বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয়।
অংশীর সভাপতি শ্যামলী খান জানান, অংশী সামাজিক ও সেবামুলক একটি সংগঠন। চলতি শীত মৌসুমে সিরাজগঞ্জের শীতার্ত মানুষের কথা ভেবে সংগঠনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়েছে।