বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে “দাদা চাউলের আড়তকে” ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার সমেশপুর বাজারে অভিযান চালিয়ে ফুডগ্রেইন লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার দায়ে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমান করা হয়।
সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া সুলতানা কেয়া।
নির্বাহী কর্মকর্তা অফিসার আফিয়া সুলতানা কেয়া জানান অতিরিক্ত চাউল মজুদ রাখার দায়ে আড়তদারকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত পরিমাপের অতিরিক্তি মজুদ করলে তাকে জরিমানার আওতায় আনা হবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম, পুলিশ বাহিনীর সদস্য ও আনসার বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।