নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতার্ত মানুষ মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের ধানবান্ধিতে নিজ বাসভবনে অসহায়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের জ্যৈষ্ঠ পুত্র জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নিজ উদ্যোগে দের শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, উপস্থিত ছিলেন।