একপর্যায়ে আগামি দু’দিনের মধ্যে এসব দখলকারীদের অন্যত্র সরিয়ে যেতে বলেন। অন্যথায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানার কথা উল্লেখ করেন।
কালাই পৌরশহরে কালাই-ক্ষেতলাল সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টির কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা ভেবে নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এ সময় পৌরসভার মেয়র রাবেয়া সুলতানাকে সাথে নেন। যানজট নিরসনের জন্য শৃঙ্খলা আনতে তিনি বিভিন্ন নির্দেশনা দেন। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চান।
কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, শহরের যানজট নিরসনে আজকের পর অভিযান পরিচালনা করা হবে এবং সে অভিযান অব্যাহত থাকবে।