নিষিদ্ধ পলেথিন অভিযান পরিচালনা জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায়, সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ৪ টন ৮’শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ট্রাক সহ একজনকে আটক করার পর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এক ট্রাক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার পর সিরাজগঞ্জ রোড় হাটিকুমরুল গোলচত্বর রোড় থেকে ঢাকা হতে আসা মাবিয়া পরিহন এক ট্রাক বোঝাই নিষিদ্ধ পলেথিন শপিং ব্যাগ নিয়ে হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানার সামনে রাস্তায় আসা মাত্র ট্রাক বোঝাই নিষিদ্ধ পলেথিন পৌঁছালে আটক করা হয়। আটককৃত পলিথিন ব্যাগের বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা ।
কুড়িগ্রাম উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। নিষিদ্ধ পলিথিন ব্যাগ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয় যাহার নম্বর -ঢাকা মেট্রো নং- ২১৫৫৪৪। আটকৃত প্রতিষ্ঠান মেসার্স মারিয়া পরিবহন ও ব্যক্তির নাম মোঃ ফারুক (৩৩), পিতার নাম মোঃ রমজান আলী, গ্রাম- মারজান, বেলুটিয়া, উপজেলা – শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। গোপন সংবাদের ভিত্তিতে, উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন, প্রসিকিউটর ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর, হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবং তাদের টিম নিয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ, ট্রাক ও আটকৃত মালামাল পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের কার্যালয়, বগুড়া মালখানায় প্রেরণ করা হয়।