রাজশাহী নগরীজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি রাতে বিশেষ টহল (ঘরমযঃ চধঃৎড়ষ) ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করেছে।
এরই অংশ হিসেবে নগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে রাজশাহীর সময় চত্ত্বরে বুধবার গবীর রাত পর্যন্ত চেক পোষ্ট পরিচালনা করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এসআই মোঃ মিজান ও সঙ্গীয় ফোর্স। এ সময় বিভিন্ন যানবাহন ও মেসাটরসাইকেলে তল্লাশী করা সহ হেলমেট ও গাড়ীর কাগজপত্র চেক করেন। চেকপেষ্ট চলাকালীন সন্দেহভাজন পথচারীদের তল্লাশী জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করতে দেখা যায়।
জানতেচাইলে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলিতে চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি শহরের প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এই সমন্বিত কার্যক্রমের ফলে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী গ্রেফতার হয়েছে এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আরএমপি'র বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নিয়মিতভাবে এসব অভিযানের ফলাফল মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশ করছে।
সার্বিকভাবে, এই নাইট কার্যক্রম বা সমন্বিত অভিযানগুলো মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার করতে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমন্বিত অভিযান এবং বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আরএমপি'র নিরাপত্তা কার্যক্রমের মধ্যে অন্যতম হলো বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' (ফেইজ-১ ও ফেইজ-২)। এই অভিযানের মূল লক্ষ্য হলো মহানগরী থেকে অপরাধ নিমূল করা, মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা। এটি মূলত একটি সাঁড়াশি অভিযান যা শহরের বিভিন্ন পয়েন্টে এবং অপরাধপ্রবণ এলাকায়, বিশেষ করে রাতে পরিচালনা করা হয়।
ডিসেম্বরের শুরুতে আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানের নেতৃত্বে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে 'ফোর্স মোবিলাইজেশন ড্রিল' অনুষ্ঠিত হয়। একে 'পিন্সার ড্রাইভ' (চরহপবৎ উৎরাব) কৌশলের অংশ বলা হয়েছে। এর আওতায় শহরের ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া চালানো হয়।এই পয়েন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, লক্ষ্মীপুর ক্রসিং, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারী ক্রসিং, ভদ্রা ক্রসিং, রেলগেট ও বর্ণালী মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান।#
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)