প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৬:৩৭ পি.এম
কাজিপুরে ইউএনও’র হস্তক্ষেপে দুর্ঘটনার ক্ষতিগ্রস্থ পরিবার পেলো আর্থিক সহায়তা

সিরাজগন্জের কাজিপুরে উপজেলা নির্বাহী অফিসার এর হস্তক্ষেপে গত ১৫ ডিসেম্বর বিকেল ৫টায় উপজেলার পাটাগ্রাম- রোডে সংঘটিত সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৫ ডিসেম্বর বিকেলে কাজিপুর প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী তার
কার্যালয়ে ট্রাক মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় । এতে উভয় পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষের সম্মতিকে কাজে লাগিয়ে উভয়ই সন্তোষপ্রকাশ করে এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে মালিক পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করতে রাজি হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে উভয় পক্ষ খুশি হয়ে সমঝোতা করে। ক্ষতি গ্রস্থ নিহতের পরিবার উপজেলা গান্ধাইল গ্রামের নিহত চান মিয়ার স্ত্রী সাহেদা খাতুন কে ১ লক্ষ পঞ্চাশ হাজার এবং উপজেলার একই গ্রামের আহত নুর আলমের পুত্র শাকিল মন্ডলকে ৮০ হাজার টাকা প্রদান করে। এ সময় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ট্রাক মালিক আজিজুল ইসলামের পক্ষে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংলরি কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন এই টাকা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এহেন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ক্ষতি গ্রস্ত পরিবার কে সরকারি সংস্থা, জেলা প্রশাসক, জেলা পরিষদ, বিআরটিএ ও দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগে আর্থিক সহায়তা পেতে করণীয় বিষয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। । উল্লেখ যে, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার পাটাগ্ৰাম রোডে এই দুর্ঘটনায়
ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছিলেন।
ঢাকা মেট্রো ট-২৪-১১৯১ ট্রাকটি উপজেলার সিরাজগঞ্জ- কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাটাগ্ৰাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন, এবং ভ্যানের চালক ও অন্য তিন যাত্রী মারাত্মক আহত হন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)