সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে দুই শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ২২শে জানুয়ারী সকালে বেলকুচি প্রেসক্লাব প্রাঙ্গণে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে বেলকুচি উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি শ্রী নারায়ণ মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জহুরুল ইসলাম,আবু মুসা, পারভেজ আলী,সবুজ সরকার,উজ্জল অধিকারী,আব্দুর রাজ্জাক বাবু,ফারুক সরকার, টুটুল আহমেদ প্রমুখ।