বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৮:০৩ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, মহিলা বিষয় কর্মকর্তা ওবায়দুর রহমান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান, জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের নায়েব সুবেদার বাবুল খান, পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল আজিজ, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী পিন্টু ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক প্রমুখ। বক্তারা বলেন,বিগত দিনের তুলনায় বর্তমানে পাঁচবিবির আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।তা সন্তোষ প্রকাশ করেন।

সেই সাথে সভায় এলাকার মাদকদ্রব্য অপব্যবহার রোধ, অপরাধ, দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয় এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir