বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে এই আসনে নৌকা জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। বুূধবার (২৪ জানুয়ারি) রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামে নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে তিনি এই মন্তব্য করেন।
মমিন মন্ডল বলেন, নির্বাচনের মাধ্যমে আপনারা প্রমাণ দিয়েছেন আওয়ামিলীগ কতোটা শক্ত অবস্থানে রয়েছে। নৌকার বিজয়ের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে।
দল এখন যতোটা সু সংগঠিত রয়েছে সামনে দিনগুলোতে আপনাদের সহযোগিতায় আরো বেশী সুসংগঠিত কার হবে।
এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ প্রামানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সদিয়া চাঁদপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ সহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)