
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসন হতে স্বতন্ত্র সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহরিয়ার ইফতেখার।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, শাহরিয়ার ইফতেখার হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক এক প্রতিক্রায় শাহরিয়ার ইফতেখার বলেন, তরুণ প্রজন্মের ইচ্ছার প্রতিফলন পুরনের লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি সকলের দোয়া এবং ভোটারদের ভোট প্রার্থনা করছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)