রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে স্কাউট এর সুবর্ণজয়ন্তী ও ডে-ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

“স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই পতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী রোভার মুট উপলক্ষ্যে গুণগত রোভারিং এর মান উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে স্কাউট গার্ডেন ক্রসবার-৩, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের আয়োজনে সুবর্ণজয়ন্তী ও ডে ক্যাম্পে রোভার ও স্কাউট পতাকা উওোলন ও প্রার্থনা সংগীত মধ্যেদিয়ে সুবর্ণজয়ন্তী ও দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসান (পি আর এস)।

অনুষ্ঠানে প্রধান ও সভাপতি এম এম কামরুল হাসান তিনি তার বক্তব্য বলেন, সেবা মুক্ত রোভার স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রোভার স্কাউট গ্রুপ। সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা হয় ১৯৮৬ সালে-অর্থাৎ আজ থেকে প্রায় ৩৭ বছর আগে।

প্রতিবছরে সহচর রোভার ও গার্লইন রোভারদের নিয়ে ডে-ক্যাম্প করে থাকে আজকের রোভার স্কাউট সহচররাই আগামীর কর্ণধার এবং তাদের মাধ্যমেই দেশ ও দেশের বাহিরে রোভারের সুনাম ছড়াবে বলে প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি কাক্সিক্ষত স্বাধীনতা।

এদেশের ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, এবং স্কাউট আনন্দলনকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী রোভার মুট ২০২৪ উপলক্ষ্যে গুণগত রোভারিং এর মান উন্নয়নের লক্ষ্যে এই সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপটি দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ও ডে ক্যাম্প আয়োজন করছে। ভবিষ্যৎতে রোভারিংয়ের কার্যক্রম সাফল্য কামনা করছি।

এ সময়ে উপস্থিত ছিলেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা রুবেল, সহ-সম্পাদক মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের আর এস এল মনিরা সুলতানা, সহকারী আর এস এল, মো. হাফিজুর রহমান (হাফিজ), মো. হানিফ, সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ (মাহী,) মো. আশিকুর রহমান (আশিক) অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট),প্রমূখ।

উল্লেখ্য দিনব্যাপী এই ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে বিপি পিটি, তাঁবুকলা, গ্যাজেট, স্কাউট আন্দোলনের জন্ম ও ইতিহাস, হাইকিং ও ক্যাম্প ফায়ার, রোভার প্রোগ্রাম ও ব্যাজ অর্জন কৌশল সহ রোভার স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রোভার সদস্যদের ধারণা প্রদান করা হয়।

এতে প্রায় ৬০ জন রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট ও স্কাউট দলের সদস্য/সদেস্যা অংশগ্রহণ করে। এবং রোভার স্কাউট ও সহচরের রোভার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ২০২৪ সম্পন্ন হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা রুবেল, সহ-সম্পাদক মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের আর এস এল মনিরা সুলতানা, সহকারী আর এস এল, মো. হাফিজুর রহমান (হাফিজ,) মো. হানিফ, সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ (মাহী,) মো.আশিকুর রহমান (আশিক) অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট), প্রমূখ।

উল্লেখ্য দিনব্যাপী এই ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে বিপি পিটি, তাঁবুকলা, গ্যাজেট, স্কাউট আন্দোলনের জন্ম ও ইতিহাস, হাইকিং ও ক্যাম্প ফায়ার, রোভার প্রোগ্রাম ও ব্যাজ অর্জন কৌশল সহ রোভার স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রোভার সদস্যদের ধারণা প্রদান করা হয়।

এতে প্রায় ৬০ জন রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট ও স্কাউট দলের সদস্য-সদেস্যা অংশগ্রহণ করে। এবং রোভার স্কাউট ও সহচরের রোভার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ২০২৪ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir