যমুনা নদীতে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে জাটকা ব্যাবসায়ীকে আটক করে জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার প্রায় দিনভর যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে জাটকা মাছ আহরণের অপরাধে ১ ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মানিকগন্জ জেলার দৌলতপুর উপজেলার চরভাঙ্গা গ্রামের মো: ওয়াছের আলীর ছেলে আরফান আলী (৪৫) কে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত ।
সেইসাথে উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা করা হয় এবং উদ্ধারকৃত জাটকা মাছগুলো স্থানীয় এতিমখানা- মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।এছাড়াও জাটকা আহরণের স্থাপিত ২টি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়।
এ অভিযানে চৌহালী উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।