
- কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” মূলমন্ত্রে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের. গান্ধাইল গ্রামে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ জানুয়ারী সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে উপজেলার গান্ধাইল গ্রামের দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার একেএম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক জিয়াউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহমেদ। উক্ত অনুষ্ঠানে বারি সরিষা-১৪) উৎপাদন ও গুনগত মান বিষয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়।বারি সরিষা -১৪ বিঘাতে ৫-৬ মণ পর্যন্ত ফলন হয় বলে চাষিগণ অভিমত ব্যক্ত করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, আদম আলী খান সহ শতাধিক কৃষাণ কৃষাণী।