শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

নীলফামারীতে ১ হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি যুবক গ্রেপ্তার।

রিপোর্টারের নাম / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

  • ক্রাইম রিপোর্টার:

নীলফামারী ডিমলায় অভিযান চালিয়ে ১ হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১৩।

শনিবার(৩ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন- ডিমলা উপজেলার ডালিয়া ক্লোজার পাড়া এলাকার ইনতাজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩৪), ডালিয়া আদর্শ পাড়া এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)।

সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা শুক্রবার(২ ফেব্রুয়ারি)দিবাগত রাতে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সড়ক (সরকারপাড়া) এলাকায় একটি বাঁশঝাড় থেকে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ এই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমসহ গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir