
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ কতৃক আয়োজিত সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার, আড়ং, পরিচালক, নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সংবর্ধনা ও সম্মননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের পাটবন্দরের ময়নাটকি সিনেমা হলের পাশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিডি নৌকা বাইচ প্রতিযোগিতার উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম পলাশ। রুহুল কবিরের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিডি নৌকা বাইচের পরিচালক জি এম শান্ত মন্ডল, মানবজমিন পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, গ্রামীণ বিডি নৌকার পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, কন্টেইনার তিতাস পারভেজ, কৈর্বত্যগাঁতী দ্রুতযানের পরিচালক মোঃ আমিরুল ইসলাম, নিউ একতা চ্যালেঞ্জের পরিচালক মোঃ খায়রুল ইসলাম, বিডি নৌকা বাইচের সদস্য মোঃ সোহেল রানা প্রমুখ। পরে অনুষ্ঠানে সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার, আড়ং, পরিচালক, নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সম্মননা প্রদান করা হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)