
রাজধানীর গুলশান এলাকা থেকে ৬৫৯ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা আসামির নাম–মো. শাহজাহান। শনিবার সকালে র্যাব-১ এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে র্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ভোরব র্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে বাড্ডার দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গুলশান থানাধীন ১১১ নম্বর রোডে পৌঁছাইলে কতিপয় ব্যক্তি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় র্যাবের আভিযানিক টিমের সহায়তায় মো. শাহজাহানকে গ্রেফতার করা হয়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে ৬৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)