জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার অতিরিক্ত জেলা জজ আব্বাস উদ্দীন এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে বলে সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার জগদীশপুর গ্রামের আবু জাফর বাবু, তেরগাতি গ্রামের মাজেনুর রহমান এবং পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা বড় পুকুরিয়া গ্রামের রনি বাবু। এদের মধ্যে মাজেনুর ও রনি জামিনে বেড়িয়ে পলাতক রয়েছেন।
পিপি বলেন, ২০২০ সালের ১৩ জুলাই শ্যালো মেশিন চালিত ভটভটি থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ আবু জাফর বাবুকে গ্রেপ্তার করে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করলে মাজেনুরের সম্পৃক্ততার কথা জানা যান তিনি।
এ ঘটনায় দুজনকেই আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করে র্যাব।
তিনি আরও বলেন, অন্যদিকে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০টি নেশা জাতীয় ইঞ্জেকশনসহ রনি বাবুকে গ্রেপ্তার করা হয়।
এরপর তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করা হয়। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।