নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫০ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে বিদায়ী পরীক্ষার্থীদের ফুলসহ পরীক্ষার উপকরণ তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা।
এসময় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ ফজলুল হক খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল আউয়াল, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল তালুকদার, পরিচালক আবু ইউসুফ মুক্তা ও প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম খাতুন। পরে বিদায়ী পরীক্ষার্থীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম।