রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

আরও তিন মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

রিপোর্টারের নাম / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া আরও ৩ মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে পল্টন থানার একটি, রমনা থানার একটি ও শাহজাহানপুর থানার একটি মামলায় জামিন পেলেন তিনি।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এসব মামলায় জামিন মঞ্জুর করেন। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার একই আদালত মির্জা আব্বাসকে পল্টন থানার চার ও রমনা মডেল থানার দুইটি মামলায় জামিন দেন। এনিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া মোট ১১ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন তিনি। তবে রেলওয়ে থানার নাশকতা মামলায় ও রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তিনি জামিনে না থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir