নিজস্ব প্রতিবেদকঃ
‘বিদ্যামান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান’ স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(৯ ফেব্রুয়ারী ২০২৪ইং) বিকেল ২টায় সিরাজগঞ্জের বাজার স্টেশনের একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হাফিজুল ইসলাম হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যান সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির দাওয়াহ ও দফতর সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ মুহিবুল্লাহ, সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মাদ হাবিবুল্লাহ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রহিম এর পরিচালনায়
বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি তৈয়বুর রহমাম ত্বহা, সাংগঠনিক সম্পাদক হযরত আলী ওসমান, প্রশিক্ষন সম্পাদক মো: আশরাফুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসেন, সাবেক দাওয়াহ বিষয়ক সম্পাদক আবুল কালাম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রহমততুল্লাহ প্রমুখ।
১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনের শুরুতে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল আজিজ এর নির্দেশক্রমে সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার মুহাম্মাদ হাফিজুল ইসলাম সভাপতি, সাধারন সম্পাদক আব্দুর রহিম ও সহ সভাপতি হযরত আলী ওসমানকে মনোনিত করা হয়।