কুড়িগ্রাম প্রতিনিধি :
বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরাম গুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান।