গাইবান্ধা শহরে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন’ নামের স্কুল। আর ওই স্কুলের ৫৮ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল দিলেন পুলিশ সুপার কামাল হোসেন। এ সময় শিশুদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।
ওই প্রতিষ্ঠানে কম্বল বিতরণকালে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং অভিভাবকদের কথা শুনবে। তোমরাই দেশের ভবিষ্যৎ।
এ সময় উপস্থিত ছিলেন – গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিবাকর অধিকারী, সাংবাদিক এসএম বিপ্লব ইসলাম, সঞ্জয় সাহা, ট্রাফিক অফিসার মাহবুব হোসেন, জুম বাংলাদেশ স্কুলের কো-অর্ডিনেটর সজিব হোসেন, শিক্ষক শারমিন খাতুন, নোশিন তারান্নুম, ভলান্টিয়ার সাকু মিয়া, রাকিব সরকার, রাকিব হাসান রিফাত, মাইশা মঞ্জুরি প্রমুখ।
এর আগে স্কুলটির অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে।