
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট আয়োজনে সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচন সংক্রান্ত যে কোন ধরনের অভিযোগ গ্রহনের জন্য আসন ভিত্তিক জেলা প্রশাসনের ৬জন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক। দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তারা কোন অভিযোগ প্রাপ্তির পর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। জেলা প্রশাসনের ফেসবুক পেজে দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বরসহ তালিকা প্রকাশ করে সকলকে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আসসাদিকজামান, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপন) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর নাহার বেগম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম রবিবাব দুপুরে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলার ৬টি সংসদীয় আসন ও গনভোটের নির্বাচনী কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করছেন। আসনভিত্তিক নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে তাদের কাছে অভিযোগ করা যাবে। তারা কোন অভিযোগ পেলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের পাশাপাশি সংম্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করবেন। দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনের গেজেট পাশ হওয়া আগ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)