কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিসরূপ ও চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ “বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা” পেয়েছেন পিবিআই সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম।
গত মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এ পদক প্রদান করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ২০২০ সালে পিবিআই সিরাজগঞ্জ জেলায় যোগদানের পর হতে অসংখ্য ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রতারক চক্র গ্রেফতারে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।